১৬ হাজার ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, ‘দ্বিতীয় ধাপে ২ থেকে ১৪ ফেব্রুয়ারী মাঠে নামবে সেনাবাহিনী।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে দুই পর্বে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সশস্ত্র বাহিনী থাকবে। সেনাবাহিনীর সদস্য যারা মাঠে আছেন তারা প্রথম ধাপের।’ সশস্ত্রবাহিনীর মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ সদস্য মাঠে থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সেনাবাহিনী ছাড়াও দেড় লাখ পুলিশ ও সব বাহিনীর ৮ লাখের বেশি সদস্য নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে। দুর্গম কেন্দ্রে বিমানবাহিনী সহযোগিতা করবে।’ এসময় নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬ হাজার বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে ৩৪৬টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র জমা দিতে হবে। এমপি প্রার্থীদের কেউ আবেদন করলে নিতে পারবেন।





