একনজরে নতুন পদ সৃষ্টির তথ্য
পদের নাম পদের সংখ্যা বিভাগ সহকারী সার্জন "৩,২০০" স্বাস্থ্য অধিদপ্তর (রাজস্ব) সহকারী ডেন্টাল সার্জন ৩০০ স্বাস্থ্য অধিদপ্তর (রাজস্ব) নিয়োগ প্রক্রিয়া ৪৮তম বিসিএস পিএসসি (PSC) অনুমোদনের তারিখ ১৪ জানুয়ারি ২০২৬ সচিবালয়
আরও পড়ুন:
বিসিএস চিকিৎসকদের দ্রুত পদায়ন (Quick Posting of BCS Doctors)
সরকার জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ৪৮তম বিসিএস (48th BCS Exam)-এর মাধ্যমে এই সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছে। নিয়োগপ্রাপ্ত এসব চিকিৎসকদের দ্রুত কর্মস্থলে পদায়ন (Postings of Doctors) নিশ্চিত করতেই এই নতুন পদগুলো সৃজন করা হলো।
সৃজিত পদের বিবরণ (Details of Created Posts)
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, মোট ৩,৫০০ পদের মধ্যে:
- সহকারী সার্জন (Assistant Surgeon): ৩,২০০টি পদ।
- সহকারী ডেন্টাল সার্জন (Assistant Dental Surgeon): ৩০০টি পদ।
আরও পড়ুন:
কাটবে চিকিৎসক সংকট (Solving Doctor Shortage)
জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration) এবং অর্থ বিভাগ (Finance Division) ইতোমধ্যেই এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। এমনকি অর্থ বিভাগ এই পদগুলোর জন্য নতুন বেতন স্কেলও (Pay Scale for New Posts) নির্ধারণ করে ফেলেছে। এর ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দীর্ঘদিনের চিকিৎসক সংকট দূর হবে এবং সাধারণ মানুষ দ্রুত চিকিৎসা সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:





