আমদানিতে শুল্ক কমলো, কত কমতে পারে মোবাইলের দাম?

মোবাইলের দাম কমছে
মোবাইলের দাম কমছে | ছবি: এখন টিভি
0

দেশের স্মার্টফোন প্রেমী ও সাধারণ ক্রেতাদের জন্য বড় সুখবর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে শুল্ক (Import Duty) কমানোর এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এনবিআর এই তথ্য নিশ্চিত করেছে।

শুল্ক কমানোর বিস্তারিত (Customs Duty Reduction)

এনবিআর-এর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি (Customs Duty) ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর ফলে মোবাইল আমদানির ক্ষেত্রে বিদ্যমান মোট শুল্ক প্রায় ৬০ শতাংশ কমেছে।

অন্যদিকে, দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী (Mobile Phone Assembler) প্রতিষ্ঠানগুলো যাতে ক্ষতির মুখে না পড়ে, সেজন্য যন্ত্রাংশ বা উপকরণ আমদানিতেও শুল্ক কমানো হয়েছে। উপকরণ আমদানির কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন:

কত কমতে পারে মোবাইলের দাম-দাম কমার সম্ভাব্য চিত্র (Estimated Price Drop)

মোবাইলের ধরন (Mobile Category)ফোনের মূল্য (Price Range)আনুমানিক দাম কমবে (Expected Discount)
সরাসরি আমদানিকৃত ফোন৩০,০০০ টাকার বেশি৫,৫০০ টাকা (প্রায়)
দেশে সংযোজিত ফোন৩০,০০০ টাকার বেশি১,৫০০ টাকা (প্রায়)

সরকার আশা করছে, এই শুল্ক ছাড়ের ফলে ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজতর হবে এবং বাজারে সব ধরনের স্মার্টফোনের দাম (Smartphone Price in BD) উল্লেখযোগ্য হারে কমবে।

আরও পড়ুন:

মোবাইল ফোনে শুল্ক কমানোর প্রভাব (At a Glance)

ক্ষেত্র (Sector)পূর্বের শুল্ক (Old Duty)বর্তমান শুল্ক (New Duty)শুল্ক হ্রাসের পরিমাণ (Decrease)
পূর্ণাঙ্গ মোবাইল ফোন আমদানি২৫ শতাংশ১০ শতাংশ৬০ শতাংশ পর্যন্ত
মোবাইল ফোন যন্ত্রাংশ/উপকরণ আমদানি১০ শতাংশ৫ শতাংশ৫০ শতাংশ পর্যন্ত

আরও পড়ুন:

গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ (Key Takeaways)

আমদানিকৃত ফোনের বড় ছাড়: যারা আইফোন (iPhone) বা স্যামসাং (Samsung) এর মতো প্রিমিয়াম ফোন সরাসরি আমদানি করা অবস্থায় কেনেন, তারা সবচেয়ে বেশি ৫,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন।

দেশীয় শিল্প সুরক্ষা: স্থানীয় মোবাইল সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যাতে অসম প্রতিযোগিতায় না পড়ে, সে লক্ষ্যে তাদের কাঁচামাল আমদানিতেও ৫% শুল্ক ছাড় দেওয়া হয়েছে।

ডিজিটাল সেবা: সরকারের লক্ষ্য হলো স্মার্টফোনের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালে আনা, যাতে ডিজিটাল সেবা গ্রহণ সহজতর হয়।

বিভিন্ন ব্র্যান্ডের ফোনের সম্ভাব্য নতুন দামের তালিকা

ব্র্যান্ড (Brand)জনপ্রিয় মডেলসমূহ (Models)বর্তমান অবস্থা (Status)সম্ভাব্য দাম হ্রাস (Price Drop)
অ্যাপল (Apple)আইফোন ১৬, ১৫, ১৪ সিরিজসরাসরি আমদানিকৃত৫,৫০০ টাকা
স্যামসাং (Samsung)গ্যালাক্সি এস২৪ সিরিজ, এ-সিরিজআমদানিকৃত ও সংযোজিত১,৫০০ - ৫,৫০০ টাকা
শাওমি (Xiaomi)শাওমি ১৪/১৫, রেডমি নোট সিরিজদেশে সংযোজিত১,৫০০ টাকা
ভিভো (Vivo)ভি-সিরিজ (যেমন: V30, V40)দেশে সংযোজিত১,৫০০ টাকা
অপ্পো (Oppo)রেনো (Reno) সিরিজদেশে সংযোজিত১,৫০০ টাকা
রিয়েলমি (Realme)জিটি (GT) সিরিজ, ১১/১২ প্রো প্লাসদেশে সংযোজিত১,৫০০ টাকা

আরও পড়ুন:

জনপ্রিয় মডেলের বর্তমান বনাম সম্ভাব্য নতুন দাম

ব্র্যান্ড ও মডেল (Brand & Model)বর্তমান অফিশিয়াল দাম (Approx.)শুল্ক ছাড়ের পর সম্ভাব্য দামসাশ্রয় (Estimated Savings)
iPhone 16 Pro Max (256GB)২,১০,০০০ টাকা২,০৪,৫০০ টাকা৫,৫০০ টাকা
Samsung Galaxy S24 Ultra১,৫০,০০০ টাকা১,৪৪,৫০০ টাকা৫,৫০০ টাকা
Xiaomi 14 Ultra১,২৫,০০০ টাকা১,১৯,৫০০ টাকা৫,৫০০ টাকা
Vivo V40 (Official)৫৯,৯৯০ টাকা৫৮,৪৯০ টাকা১,৫০০ টাকা
Oppo Reno 12 Pro (Official)৫৯,৯৯০ টাকা৫৮,৪৯০ টাকা১,৫০০ টাকা
Realme GT 6৫৬,৯৯০ টাকা৫৫,৪৯০ টাকা১,৫০০ টাকা

আরও পড়ুন:

এসআর