শাওমি ১৭ আল্ট্রা বনাম ভিভো এক্স৩০০ প্রো: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ কোনটি?

শাওমি ১৭ আল্ট্রা বনাম ভিভো এক্স৩০০ প্রো
শাওমি ১৭ আল্ট্রা বনাম ভিভো এক্স৩০০ প্রো | ছবি : সংগৃহীত
0

স্মার্টফোনের বাজারে শ্রেষ্ঠত্বের লড়াই এখন তুঙ্গে। একদিকে শাওমি তাদের লিজেন্ডারি লাইকা ক্যামেরা নিয়ে বাজারে এনেছে ‘শাওমি ১৭ আল্ট্রা’ (Xiaomi 17 Ultra), অন্যদিকে ভিভো তাদের শক্তিশালী ‘এক্স৩০০ প্রো’ (Vivo X300 Pro) দিয়ে টেক্কা দিচ্ছে। প্রিমিয়াম সেগমেন্টের এই দুই ফোনের বিস্তারিত তুলনা নিচে তুলে ধরা হলো।

একনজরে শাওমি ১৭ আল্ট্রা বনাম ভিভো এক্স৩০০ প্রো টেকনিক্যাল স্পেকস

ফিচার (Feature)শাওমি ১৭ আল্ট্রাভিভো এক্স৩০০ প্রো
ডিসপ্লে৬.৯ ইঞ্চি এলটিপিও৬.৭৮ ইঞ্চি এলটিপিও
চিপসেটস্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫, ডাইমেনসিটি ৯৫০০স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫, ডাইমেনসিটি ৯৫০০
মেইন ক্যামেরা৫০ মেগাপিক্সেল (১-ইঞ্চি), ৫০ মেগাপিক্সেল (OIS)৫০ মেগাপিক্সেল (১-ইঞ্চি), ৫০ মেগাপিক্সেল (OIS)
জুম ক্যামেরা২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ
ব্যাটারি৬,৮০০ mAh৬,৫১০ mAh
চার্জিং৯০ ওয়াট তারযুক্ত৯০ ওয়াট তারযুক্ত

আরও পড়ুন:

১. ডিজাইন ও ডিসপ্লে (Design and Display)

শাওমি ১৭ আল্ট্রা ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৯ ইঞ্চির বিশাল এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে (6.9-inch LTPO AMOLED Display)। সুরক্ষার জন্য এতে রয়েছে ড্রাগন ক্রিস্টাল গ্লাস। অন্যদিকে, ভিভো এক্স৩০০ প্রো-তে আছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড প্যানেল এবং আর্মার গ্লাস প্রোটেকশন। দুটি ফোনেই আধুনিক ফ্ল্যাট প্যানেল ডিজাইন ব্যবহার করা হয়েছে। শাওমির ফোনটি আইপি৬৯ রেটিং (IP69 Rating) সমৃদ্ধ, যা একে পানি ও ধুলাবালি থেকে সর্বোচ্চ সুরক্ষা দেয়।

২. প্রসেসর ও পারফরম্যান্স (Processor and Performance)

শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপে ব্যবহার করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’ চিপসেট (Snapdragon 8 Elite Gen 5 chipset), যা অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপারওএস ৩-এ চলবে। বিপরীতে, ভিভো এক্স৩০০ প্রো-তে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর (MediaTek Dimensity 9500) এবং তাদের নিজস্ব অরিজিনওএস ৬। গেমার এবং মাল্টিটাস্কারদের জন্য দুটি ফোনই সুপারফাস্ট অভিজ্ঞতা দেবে।

আরও পড়ুন:

৩. ক্যামেরা যুদ্ধ: লাইকা বনাম জাইস (Camera: Leica vs Zeiss)

ফটোগ্রাফি প্রেমীদের জন্য এটি মূলত দুই লেন্স জায়ান্টের লড়াই।

শাওমি ১৭ আল্ট্রা: ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর (১-ইঞ্চি বড় সেন্সর) এবং একটি অবিশ্বাস্য ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স (200MP Periscope Telephoto Lens)। এতে লাইকা কালার সায়েন্স ব্যবহার করা হয়েছে।

ভিভো এক্স৩০০ প্রো: এতেও রয়েছে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। ভিভো ব্যবহার করেছে জাইস (ZEISS) অপটিক্স, যা পোর্ট্রেট ছবির জন্য বিশ্বসেরা।

৪. ব্যাটারি ও চার্জিং (Battery and Charging)

ব্যাটারির দিক থেকে শাওমি এবার রেকর্ড গড়েছে। শাওমি ১৭ আল্ট্রাতে রয়েছে ৬,৮০০ mAh এর বিশাল ব্যাটারি (6800mAh Battery), যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, ভিভো এক্স৩০০ প্রো-তে আছে ৬,৫১০ mAh ব্যাটারি। দুটি ফোনেই তারবিহীন বা ওয়ারলেস চার্জিং (Wireless Charging) সুবিধা রয়েছে।

আরও পড়ুন:

এসআর