অনার এক্স৯ডি স্মার্টফোনের উদ্বোধন; নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা

অনার এক্স৯ডি স্মার্টফোন
অনার এক্স৯ডি স্মার্টফোন | ছবি: এখন টিভি
0

চীনা টেক ব্র্যান্ড অনার বাংলাদেশের বাজারে নিয়ে এলো ‘দ্যা আনব্রেকেবল এআই স্মার্টফোন এক্স৯ডি (X9d)’। এটি তাদের এক্স সিরিজের সবচেয়ে পাওয়ারফুল স্মার্টফোন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্র্যান্ডটি তাদের নতুন এ স্মার্টফোনটির উদ্বোধন করে। একই অনুষ্ঠানে অনার বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাইফ হাসানকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণ। পাশাপাশি অনারের ডিলার পার্টনার এবং শীর্ষস্থানীয় টেক ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সাররাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মিডবাজেট স্মার্টফোন এক্স৯ডি ফোনটি চলবে অ্যান্ড্রয়েড সিস্টেমে। এবার এতে যুক্ত হয়েছে এইট্টি থ্রি হান্ড্রেড মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দীর্ঘ সময় ইউজারদের সাপোর্ট দেয়ার পাশাপাশি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করতে পারবে।

ব্র্যান্ডটি দাবি করেছে তাদের সিলিকন কার্বন ব্যাটারি অন্তত ছয় বছর একইরকম আউটপুট দেবে। এতে ব্যবহার করা হয়েছে নতুন আসা স্ন্যাপড্রাগন সিক্স সিরিজের জেন ফোর চিপসেট।

আরও পড়ুন:

ফোনটিতে রয়েছে স্মার্ট থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম। ডিসপ্লেতে থাকছে ৬ দশমিক ৭৯ ইঞ্চির ‘নেক্সট জেন ওলেড সুপার ডায়নামিক ভিভিড প্যানেল’। এতে ইউজাররা পাবেন সিক্স থাউজেন্ড নিটস পর্যন্ত ব্রাইটনেস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ‘ডিসিআই–পি থ্রি’ সিনেমা গ্রেড কালার।

স্মার্টফোন ওয়ার্ল্ডে প্রথমবার এসজিএস ট্রিপল রেসিস্ট্যান্ট প্রিমিয়াম পারফরম্যান্স সার্টিফিকেশন পেয়েছে অনার এক্স৯ডি। এরই মধ্যে ‘হাইয়েস্ট স্মার্টফোন ড্রপ’ ক্যাটাগরিতে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ অর্জন করেছে স্মার্টফোনটি। এ পরীক্ষার সময় ৬ দশমিক ১৩৩ মিটার উচ্চতা থেকে ফোনটি ফেলে দেয়ার পরেও ফোনটি অক্ষত ছিল। ফোনটির পেছনে থাকছে ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ফাইভ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা আর সামনে থাকছে ৬০ মেগাপিক্সেল ক্যামেরা।

অনার বাংলাদেশ গত বছর টু হান্ড্রেড পার্সেন্ট প্রবৃদ্ধি অর্জন করেছে। অনার এক্স৯ডি আপাতত মেইড ইন চায়না হলেও খুব দ্রুত দেশেই উৎপাদন শুরু হবে এই স্মার্টফোনের। দেশের বাজারে অনার এক্স৯ডি এর ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিন্টের প্রাইস নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৯৯৯ টাকা। আগামী ১১ তারিখ পর্যন্ত চলবে এ ফোনের প্রি-অর্ডার।

এসএইচ