মালয়েশিয়ায় বর্ষবরণে জমকালো আয়োজন; উচ্ছ্বসিত প্রবাসীরা

মালয়েশিয়ায় বর্ষবরণে জমকালো আয়োজন | ছবি: এখন টিভি
0

নতুন বছরের সূচনা মানেই নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন। এমনি নানা স্বপ্ন নিয়ে নতুন বছরকে বরণ করলেন মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। ২০২৬ সালকে স্বাগত জানাতে মালয়েশিয়ায় ছিল জমকালো আয়োজন। কুয়ালালামপুর থেকে পুত্রজায়া; দেশজুড়ে আনন্দের জোয়ারে ভেসেছে সব বয়সী মানুষই।

সন্ধ্যা নামতেই ২০২৫ সালকে বিদায় জানাতে কুয়ালালামপুরে এভাবেই ঘর থেকে বেরিয়ে আসে মানুষ। সারিবদ্ধ যাত্রা শুরু হয় নতুন বছর বরণের। হাজারো মানুষের এই ঢল মালয়েশিয়ার আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার এলাকার।

ঘড়ির কাঁটায় রাত ১২টা ছুঁতেই আলোয় আলোয় ভরে ওঠে মালয়েশিয়ার আকাশ। পেট্রোনাস টুইন টাওয়ারে টানা ৫ মিনিট চলে মনোমুগ্ধকর আতশবাজির ঝলকানি।

পুত্রজায়ার লেকসাইড ও বুকিত বিনতাং এলাকায়ও একযোগে শুরু হয় আতশবাজির বর্ণিল আলোকছটা। ২০২৬ সালকে বরণের এ উৎসবে আনন্দে মেতে ওঠেন মালয়েশিয়ায় থাকা শতশত প্রবাসী বাংলাদেশিও। কাজ আর নানা ব্যস্ততার মাঝেও বর্ণিল এ আয়োজনে সামিল হতে পেরে খুশি তারা।

আরও পড়ুন:

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একজন বলেন, ‘বিভিন্ন দেশ থেকে হাজার হাজার লোক এসেছে, কোনো বিশৃঙ্খলা নেই। আমরা বেশ আনন্দ করছি।’

গেল বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি বাদ দিয়ে নতুন বছর নিয়ে নানা প্রত্যাশার হিসাব নিকাশ করছেন প্রবাসীরা। তাইতো-বৈধতা, কাজের নিরাপত্তা ও আয় বৃদ্ধির স্বপ্ন নিয়ে স্বাগত জানান নতুন বছরকে।

প্রবাসীদের মধ্যে আরেকজন বলেন, ‘প্রবাসীরা অনেক কষ্ট করছে। বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ যে, ওনাদের বৈধতার সুযোগ করে দেবেন ২০২৬ সালে।’

নতুন বছরকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে ছিল পুলিশ, সিভিল ডিফেন্স ও সিটি কাউন্সিলের যৌথ তৎপরতা। গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় উদযাপন।

এসএইচ