ভারতে যাত্রীবাহী ট্রেনে আগুন, নিহত ১

অন্ধ্রপ্রদেশে চলন্ত ট্রেনে আগুন
অন্ধ্রপ্রদেশে চলন্ত ট্রেনে আগুন | ছবি : সংগৃহীত
0

ভারতের অন্ধ্রপ্রদেশে ১৫৮ যাত্রীবাহী দুটি ট্রেনের কোচে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে অন্ধ্রপ্রদেশ পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাত পৌনে একটায় আগুন লাগার খবর পান তারা। আগুন লাগার সময় একটি বগিতে ৮২ জন এবং আরেকটিতে ৭৬ জন যাত্রী ছিলেন। পরে বি-১ কোচ থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:

মারা যাওয়া ব্যক্তির নাম চন্দ্রশেখর সুন্দরম। আগুন লাগার কারণ অনুসন্ধানে দুটি ফরেনসিক দল কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

ইএ