ময়মনসিংহ-১০ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আখতারুজ্জামান বাচ্চু

আখতারুজ্জামান বাচ্চু
আখতারুজ্জামান বাচ্চু | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আখতারুজ্জামান বাচ্চু। গতকাল (শনিবার, ২৭ ডিসেম্বর) বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় চূড়ান্ত মনোনয়নপত্র হাতে পান আখতারুজ্জামান বাচ্চু। এ খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এসেছে স্বস্তি।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়নে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মধ্যে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়। এরপর থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। অবশেষে ১ মাস ২৪দিন পর এই আসনের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়।

এদিকে মনোনয়ন ঘোষণার খবরে আখতারুজ্জামান বাচ্চু’র অনুসারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের স্বস্তি ফিরেছে। উচ্ছ্বসিত নেতাকর্মীরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করে।

আরও পড়ুন:

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আখতারুজ্জামান বাচ্চু ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।

এছাড়াও আসনটিতে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, ডা: মোফাখারুল ইসলাম রানা, সাবেক সাংসদ পুত্র মুশফিকুর রহমান, অ্যাডভোকেট ফাত্তাহ খান এবং এবি সিদ্দিকুর রহমান।

দলীয় একটি সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় আখতারুজ্জামান বাচ্চু দলের আস্থা অর্জন করেছেন। যে কারণে দলের হাইকমান্ড তার ওপর আস্থা রেখেছে।

এ বিষয়ে আখতারুজ্জামান বাচ্চু জানান, গফরগাঁওবাসীর উন্নয়নে সবাইকে পাশে নিয়ে কাজ করতে তার একমাত্র লক্ষ্য। দলের সকল পর্যায়ের নেতাকর্মী মতপার্থক্য ভুলে ধানের শীষের পক্ষে কাজ করবে বলে আশা তার।

এদিকে দলের এই সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে আগুন দিয়ে বিক্ষোভ করে মনোনয়ন বঞ্চিতদের সমর্থকেরা। এতে কয়েকঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেল পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ইএ