চট্টগ্রামের তিন আসনে বিএনপির প্রার্থী বদল

চট্টগ্রামের তিন আসনে বিএনপির প্রার্থী বদল করা হয়েছে
চট্টগ্রামের তিন আসনে বিএনপির প্রার্থী বদল করা হয়েছে | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের তিন আসনে প্রার্থী বদল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আসন তিনটি হলো চট্টগ্রাম ৪, ১০ ও ১১ নম্বর আসন। দলের পক্ষ থেকে আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) বিকেলে প্রার্থী বদলের বিষয়টি জানানো হয়।

এর আগে, চট্টগ্রাম-১০ আসনে প্রার্থী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে তাকে ১০ নম্বর আসন থেকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে অর্থাৎ বন্দর পতেঙ্গা আসনের প্রার্থী করা হয়।

আরও পড়ুন:

চট্টগ্রাম-১০ আসনে প্রথমবারের মতো বিএনপির মনোনোয়ন পেয়েছেন সাঈদ আল নোমান। তিনি সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের পুত্র।

এছাড়া এর আগে, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল কাজী সালা উদ্দিনকে। তাকে বদল করে এ আসনটিতে মনোনয়ন দেয়া হয়েছে আসলাম চৌধুরীকে।

এসএইচ