আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই পোস্টটি প্রকাশ করা হয়।
দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্ধারিত সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের সংবর্ধনা সভায় একমাত্র বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। তবে মঞ্চে উপস্থিত থাকবেন বিএনপি ও দলটির শরিক বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
সংবর্ধনা স্থলের পথে তারেক রহমানের বাসকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, সিএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়িবহরের চারপাশে মানবঢাল তৈরি করে নিরাপত্তা নিশ্চিত করেন। পুরো বহরের জন্য তৈরি করা হয় শক্ত প্রটোকল।
আরও পড়ুন:
অন্তত শতাধিক গাড়ি নিয়ে গঠিত বহরের অগ্রভাগে ছিল পুলিশের ট্রাফিক বিভাগের মোটরসাইকেল দল। এরপর সেনাবাহিনী ও সিএসএফের গাড়ি এবং মাঝখানে তারেক রহমানকে বহনকারী বাস। বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল সংলগ্ন সড়কের দুই পাশে সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ও র্যাব সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়।
উল্লেখ্য, বহুল আলোচিত ‘ওয়ান-ইলেভেন’ সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে থাকাকালে শারীরিক নির্যাতনের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। প্রায় ১৮ মাস কারাভোগের পর চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানেই কেটে যায় দীর্ঘ ১৭ বছরের বেশি সময়।
দেশে ফিরে দীর্ঘদিন পর সশরীরে জনসমাবেশে যোগ দিচ্ছেন তারেক রহমান। তাকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা ঢাকায় ছুটে এসেছেন।





