সেখানে বিমান থেকে নামার পর একে একে নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। সেসময় তিনি সবার সঙ্গে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। এসময় ফুলের মালা দিয়ে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের মা তাকে বরণ করেন নেন।
এরপর বিমানবন্দরে সব কার্যক্রম শেষ করে প্রথমে জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বের হয়ে এভারকেয়ার হাসপাতালের দিয়ে যান।
আরও পড়ুন:
পরে তারেক রহমান দলের নেতাকর্মীদের সঙ্গে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত বাসে করে রওনা দেন ৩০০ ফিটের উদ্দেশে।
কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তারেক রহমানের গাড়ি বেশ ধীরে ধীরে পূর্বাচলে পৌঁছায়। কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে কাউকে তার গাড়ির কাছে ঘেঁষতে দেয়া হয়নি। একারণে সড়কের পাশে এবং অলিগলির মুখে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। গাড়ির ভেতর থেকে হাত নেড়ে তার জবাব দেন তারেক রহমানও।





