জবি ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘সি’ ইউনিটের সিট প্ল্যান প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিট প্ল্যান ২০২৫-২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিট প্ল্যান ২০২৫-২৬ | ছবি: এখন টিভি
0

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ (A Unit) এবং ‘সি’ (C Unit) ইউনিটের পরীক্ষার আসন বিন্যাস বা সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি ওয়েবসাইট থেকে তাদের আসন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ভর্তি যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি (Admission Test Schedule):

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী:

  • 'এ' ইউনিট (A Unit - Science): এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর ২০২৫।
  • 'সি' ইউনিট (C Unit - Business Studies): এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর ২০২৫।

আরও পড়ুন:

জবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও আসন বিন্যাস (Admit Card and Seat Plan)

শিক্ষার্থীরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড (Admit Card Download) এবং আসন বিন্যাস (Seat Plan Check) দেখতে পারবেন। মনে রাখতে হবে, পরীক্ষার অন্তত ৫ দিন আগে প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

প্রবেশপত্র সংক্রান্ত জরুরি সতর্কতা (Important Notice for Admit Card)

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রধান শর্ত হলো প্রবেশপত্র। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিশেষ নির্দেশনা রয়েছে:

১. ডাউনলোড সময়সীমা (Download Deadline): পরীক্ষার অন্তত ৫ (পাঁচ) দিন আগেই প্রবেশপত্র ডাউনলোডের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তাই শেষ সময়ের ঝক্কি এড়াতে এখনই ডাউনলোড করে রাখা জরুরি।

২. ছবি যাচাই (Photo Verification): যদি প্রবেশপত্রের ছবির সাথে পরীক্ষার্থীর সরাসরি চেহারার মিল না পাওয়া যায়, তবে তার ভর্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।

৩. পরিদর্শকের স্বাক্ষর (Invigilator’s Signature): পরীক্ষার হলে পরিদর্শক আপনার প্রবেশপত্রে স্বাক্ষর করবেন। এই স্বাক্ষরযুক্ত মূল প্রবেশপত্রটি ভর্তির চূড়ান্ত প্রক্রিয়া পর্যন্ত অবশ্যই সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন:

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা (Key Instructions for Candidates)

১. রঙিন প্রবেশপত্র: শিক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙিন কপি সাথে আনতে হবে এবং পরিদর্শকের স্বাক্ষর সংবলিত এই কপিটি ভর্তির সময় পর্যন্ত সংরক্ষণ করতে হবে।

২. নিষিদ্ধ সামগ্রী (Prohibited Items): পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার মোবাইল ফোন (Mobile Phone), ঘড়ি (Watch), ক্যালকুলেটর (Calculator) বা ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

৩. নিরাপত্তা: কেন্দ্রে কোনো অবৈধ সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জবি ভর্তি যুদ্ধ: প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৮৬ জন শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (JnU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ও আইটি সেল সূত্রে জানা গেছে, 'এ', 'বি' এবং 'সি'—এই তিন ইউনিট মিলিয়ে মোট আসনের বিপরীতে প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী আবেদন করেছেন।

আরও পড়ুন:

ইউনিট ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা ও আসন পরিসংখ্যান (Statistics by Units):

এবারের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। একনজরে দেখে নিন ইউনিট ভিত্তিক চিত্র:

'এ' ইউনিট (বিজ্ঞান): এই ইউনিটে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। বিজ্ঞানের জন্য নির্ধারিত প্রায় ৮২৫টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৭৫,০০০ ছাড়িয়ে গেছে। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন প্রায় ৯১ জন শিক্ষার্থী।

'বি' ইউনিট (মানবিক): মানবিকের জন্য নির্ধারিত প্রায় ১,২৭০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় ৪৫,০০০টি। এখানে আসন প্রতি লড়াই করবেন প্রায় ৩৫ জন।

'সি' ইউনিট (বাণিজ্য): ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ৫২০টি আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ২৫,০০০ জন। অর্থাৎ আসন প্রতি লড়বেন প্রায় ৪৮ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন:

এসআর