একনজরে গুচ্ছ ভর্তি পরীক্ষার আপডেট (২০২৫-২৬):
- আবেদনের নতুন সময়সীমা: ৩০ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
- পরীক্ষার তারিখসমূহ:
- 'সি' ইউনিট (বাণিজ্য): ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার)
- 'বি' ইউনিট (মানবিক): ০৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার)
- 'এ' ইউনিট (বিজ্ঞান): ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার)
- বিশেষ সুযোগ: এবারও সেকেন্ড টাইম (দ্বিতীয়বার) পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
আরও পড়ুন:
ভর্তির যোগ্যতা ও আবেদনের বিস্তারিত (Admission Eligibility and Application Details):
২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির জন্য কিছু বিশেষ নিয়ম ও যোগ্যতা নির্ধারণ করা হয়েছে:
আবেদনের সময়সীমা (Application Deadline): আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১০ ডিসেম্বর ২০২৫ থেকে এবং চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
সেকেন্ড টাইম সুযোগ (Second Time Opportunity): শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মেনে এবারও বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা (Second Time Admission Test) দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualifications): ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি/সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
পরীক্ষার ইউনিট ও বিভাগ (Admission Units and Groups):
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে:
১. ‘এ’ ইউনিট (A Unit - Science): বিজ্ঞান বিভাগ।
২. ‘বি’ ইউনিট (B Unit - Humanities): মানবিক বিভাগ।
৩. ‘সি’ ইউনিট (C Unit - Business Studies): ব্যবসায় শিক্ষা বিভাগ।
আগামী ২৭ মার্চ থেকে ১০ এপ্রিলের মধ্যে বিভিন্ন ইউনিটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সঠিক সময়ে আবেদন সম্পন্ন করতে এবং বিস্তারিত তথ্য জানতে শিক্ষার্থীদের নিয়মিত জিএসটি (GST) ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
গুচ্ছ ভর্তি পরীক্ষার পাস নম্বর কত? জেনে নিন নেগেটিভ মার্কিং ও ফলাফল প্রকাশের নিয়ম
গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে শিক্ষার্থীদের ন্যূনতম পাস নম্বর পেতে হবে। গুচ্ছ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গতবারের মতো এবারও প্রতিটি ইউনিটের জন্য ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে।
ন্যূনতম পাস নম্বর (Minimum Pass Marks):
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস নম্বর হলো ৩০ (Thirty)। অর্থাৎ ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে একজন শিক্ষার্থীকে অবশ্যই কমপক্ষে ৩০ নম্বর পেতে হবে। ৩০-এর কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা কোনোভাবেই ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
নেগেটিভ মার্কিং বা ভুল উত্তরের জরিমানা (Negative Marking Rules):
ভর্তি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। তবে ভুল উত্তরের ক্ষেত্রে নম্বর কাটার নিয়ম রয়েছে:
ভুল উত্তরের জরিমানা: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
সমন্বিত কর্তন: অর্থাৎ, প্রতি ৪টি ভুল উত্তরের জন্য আপনার মোট নম্বর থেকে ১ নম্বর কাটা যাবে। এই নেগেটিভ মার্কিংয়ের কারণে শিক্ষার্থীদের উত্তর নির্বাচনে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ফলাফল ও পরবর্তী প্রক্রিয়া (Result and Next Steps):
ভর্তি পরীক্ষার ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে (GST Admission Website) প্রকাশ করা হবে।
আবেদনের সুযোগ: শুধুমাত্র যারা ৩০ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হবে, তারাই পরবর্তী ধাপে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব শর্তাবলি পূরণ সাপেক্ষে পছন্দের বিষয় ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে।
প্রকাশিত হলো গুচ্ছ ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি; ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে পরীক্ষা
গুচ্ছভুক্ত (জিএসটি) ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ থেকে তিন ইউনিটের পরীক্ষা শুরু হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা ধরে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি (Full Admission Test Schedule):
শিক্ষার্থীরা নিচের তালিকা থেকে নিজ নিজ ইউনিটের পরীক্ষার তারিখ ও সময় দেখে নিতে পারেন:
- ‘সি’ ইউনিট - বাণিজ্য (C Unit - Business Studies): ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার)। সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
- ‘বি’ ইউনিট - মানবিক (B Unit - Humanities): ০৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার)। সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
- ‘এ’ ইউনিট - বিজ্ঞান (A Unit - Science): ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার)। সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
- আর্কিটেকচার ব্যবহারিক - ড্রয়িং (Architecture Drawing Test): ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার)। সময়: বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। (শুধুমাত্র স্থাপত্য বিভাগের আবেদনকারীদের জন্য)।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা (Key Instructions for Candidates):
সবগুলো ইউনিটের পরীক্ষাই শুক্রবার অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ১০ এপ্রিল বিজ্ঞানের পরীক্ষার দিনই বিকেলে স্থাপত্য বিভাগের ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের তালিকা (List of 19 GST Universities)
- ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (Islamic University, Kushtia)
- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল (Mawlana Bhashani Science and Technology University, Tangail)
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী (Patuakhali Science and Technology University, Patuakhali)
- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী (Noakhali Science and Technology University, Noakhali)
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ (Jatiya Kabi Kazi Nazrul Islam University, Mymensingh)
- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর (Jashore University of Science and Technology, Jashore)
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা (Pabna University of Science and Technology, Pabna)
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (Begum Rokeya University, Rangpur)
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ (Gopalganj Science and Technology University, Gopalganj)
- বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল (University of Barishal, Barishal)
- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি (Rangamati Science and Technology University, Rangamati)
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ (Rabindra University, Bangladesh, Sirajganj)
- ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর (University of Frontier Technology, Bangladesh, Gazipur)
- নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা (Netrakona University, Netrakona)
- জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর (Jamalpur Science and Technology University, Jamalpur)
- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর (Chandpur Science and Technology University, Chandpur)
- কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ (Kishoreganj University, Kishoreganj)
- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ (Sunamganj Science and Technology University, Sunamganj)
- পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (Pirojpur Science and Technology University, Pirojpur)
অনলাইনে গুচ্ছ ভর্তির আবেদন লিংক (Online GST Application Link)।
আরও পড়ুন:




