বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড; আউন্সপ্রতি ৪৩৮৩ ডলারে পৌঁছালো

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

বিশ্ববাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড। প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৩৮৩ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে মন্দা, মুদ্রাস্ফীতি কমাতে মার্কিন রাজস্ব বিভাগের নানা পদক্ষেপ এবং আগামী অর্থবছরে সুদের হার কমানোর অব্যাহত চেষ্টার কারণে স্বর্ণের দামের এ ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

এর আগে চলতি বছরের অক্টোবরে সোনালী এই ধাতুর দাম আউন্স প্রতি সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ ডলারে পৌঁছায়। বৈশ্বিক নানা কারণে স্বর্ণের দাম ওঠা-নামা করা অপ্রত্যাশিত না হলেও চলতি বছর মূল্যবান এই ধাতুর দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ পর্যন্ত।

এএইচ