সড়কভিত্তিক উন্নয়নকে অগ্রাধিকার দেয়ায় রেল ও নৌপথ অবহেলিত থেকে গেছে: পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ | ছবি: বাসস
0

ব্যবসায়ীদের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে সড়কভিত্তিক উন্নয়নকে অগ্রাধিকার দেয়ার ফলে রেল ও নৌপথ অবহেলিত থেকে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সাশ্রয়ী ও পরিবেশগত দিক বজায় রেখে যোগাযোগ ব্যবস্থায় নতুন কৌশলগত পরিবর্তন জরুরি বলেও মনে করেন তিনি।

আজ (রোববার, ১৪ ডিসেম্বর) তেজগাঁও সড়ক ভবনে আয়োজিত পরিবহন সেক্টরের জাতীয় সমন্বিত বহুমাধ্যমভিত্তিক মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অংশীজনদের সভায় তিনি এসব বিষয় তুলে ধরেন।

এসময় নদীপথে যোগাযোগ উন্নয়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নদী দখল করা সহজ হলেও উদ্ধার করা কঠিন, আর নদী ধ্বংসের পেছনে একটি গোষ্ঠী সবসময় সক্রিয় থাকে। সড়ক, নৌ ও রেলপথে সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বেশি প্রয়োজন।’

আরও পড়ুন:

পরিকল্পনা উপদেষ্টা রেলওয়ে খাতের বেহাল দশার কথা উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, ‘রেলওয়ে সরকারি খাত হওয়ায় সড়ক খাতের মতো বাণিজ্যিক প্রণোদনা নেই। সে কারণেই দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ খাতের গুণগত মানে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।’

এ অংশীজন সেমিনারে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ খাত সংশ্লিষ্টরা।

এসএইচ