সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ আজ
সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ আজ | ছবি: বিসিবি
0

চট্টগ্রামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। সিরিজ নির্ধারণী এ ম্যাচে তিন পরিবর্তনের দল নিয়ে মাঠে নামছে টাইগাররা।

এ ম্যাচে দলে ফিরেছেন আগের দুই ম্যাচে স্কোয়াডের বাইরে থাকা শামিম পাটোয়ারি। তাকে কেবল তৃতীয় ম্যাচের জন্য দলে ডাকা হয়। ডাক পেয়ে মাঠেও নামার সুযোগ পাচ্ছেন তিনি।

এছাড়া দলে আরও ফিরেছেন শরিফুল ও রিশাদ। দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ, তানজিম সাকিব ও নুরুল হাসান সোহান।

এর আগে, সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড জিতলেও দ্বিতীয় ম্যাচ জয়ে সিরিজে ১-১ এর সমতায় ফেরে টাইগাররা। তাই এই তৃৃতীয় ও শেষ ম্যাচটি যারা জিতবে তারাই উঁচিয়ে ধরবে সিরিজের ট্রফি।

এসএইচ