বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছিল, বিপিএলের দ্বাদশ আসরকে কেন্দ্র করে নিলামের জন্য যাচাই-বাছাই শেষে ২৫০ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছিল। তবে নিলামের দিন তিনেক আগে প্রকাশিত খেলোয়াড়দের তালিকায় আছে ওশানে থমাসের নাম। যিনি গেলো বিপিএলে এক বলে ১৫ রান দিয়েই আলোড়ন তুলেছিলেন। এমন স্পেলের পর ফিক্সিং গুঞ্জনও শুরু হয় বটে।
ওশানে থমাসের গেলো আসরে বিপিএল যাত্রাও থেমেছিল ওই এক ম্যাচেই। সন্দেহজনক হওয়ায় থমাসকে আর কোনো ম্যাচেই খেলানো হয়নি বলে এখন টিভিকে জানিয়েছিলেন খুলনা টাইগার্সের স্বত্ত্বাধিকারী ইকবাল আল মাহমুদ।
এদিকে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ১ বলে দিয়েছেন ২২ রান। যদিও তাকে এবারও বিপিএলের ‘বি’ ক্যাটাগরিতে ঠাঁই দিয়েছে বিসিবি।
আরও পড়ুন:
অবশ্য এখানেই থামছে না বিপিএলের নিলাম তালিকা নিয়ে বিতর্ক। শীর্ষ ক্যাটাগরিতে এমন অনেকের নাম আছে, যা দেখলে চোখ কপালে উঠবে যে কারও।
ভারতের হয়ে ১৩ বছর আগে সবশেষ ম্যাচ খেলা পিযুশ চাওলা জায়গা পেয়েছেন ‘এ’ ক্যাটাগরিতে। কখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা অ্যাডাম লিথও আছেন শীর্ষ তালিকায়। আছেন মাত্র ১৮ ওয়ানডে আর ৪ টি-টোয়েন্টি খেলা জেইক বল।
ড্রাফটে ‘বি’ ক্যাটাগরিতে আছেন মাত্র ১৯টি ঘরোয়া টি-টোয়েন্টি খেলা আজিত ডেইল সিং। একই তালিকায় থাকছেন সামিত প্যাটেল কিংবা রবি বোপারার মতো চল্লিশোর্ধ ক্রিকেটাররা।
নিলাম তালিকায় ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরি মিলিয়ে মোট ১৪ ক্রিকেটারের বয়স ৩৫ এর বেশি। বিপিএলটা যেন ‘বুড়োদের প্রিমিয়ার লিগ’। প্রবল প্রচেষ্টার পরও তাই বিপিএল শুরুর আগেই বিতর্ক সঙ্গী হচ্ছে বিসিবির।





