প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ১৮২ রান

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে টসের মুহূর্ত
বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে টসের মুহূর্ত | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
1

চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৮২ রানের টার্গেট দিয়েছে সফরকারীরা। এ দিন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে আইরিশরা।

চট্টগ্রামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে নামা বাংলাদেশ দলের ওপর শুরু থেকেই চড়াও হন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর।

ব্যক্তিগত ১৮ রানে ফেরেন স্টার্লিং। আরেক ওপেনার টিম টেক্টর আউট হন ৩২ রান করে। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্যাটিং সহায়ক উইকেটে রানের গতি কমতে দেননি আইরিশ ব্যাটাররা।

আরও পড়ুন:

একপ্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন হ্যারি টেক্টর, ৪৫ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন তিনি। এতেই বড় সংগ্রহ পায় তার দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাটিংয়ে নেমে ২০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ দল।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ২০ ওভারে ১৮১/৪; হ্যারি টেক্টর ৬৯(৪৫), টিম টেক্টর ৩২(১৯); তানজিম সাকিব ৪১-২

বাংলাদেশ ৬ ওভারে ২০/৪; সাইফ ৬(১৩), হৃদয় ৬(৮); মার্ক অ্যাডায়ার ৩-২

এসএইচ