চট্টগ্রামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলতে নামা বাংলাদেশ দলের ওপর শুরু থেকেই চড়াও হন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর।
ব্যক্তিগত ১৮ রানে ফেরেন স্টার্লিং। আরেক ওপেনার টিম টেক্টর আউট হন ৩২ রান করে। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্যাটিং সহায়ক উইকেটে রানের গতি কমতে দেননি আইরিশ ব্যাটাররা।
আরও পড়ুন:
একপ্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন হ্যারি টেক্টর, ৪৫ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন তিনি। এতেই বড় সংগ্রহ পায় তার দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাটিংয়ে নেমে ২০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ২০ ওভারে ১৮১/৪; হ্যারি টেক্টর ৬৯(৪৫), টিম টেক্টর ৩২(১৯); তানজিম সাকিব ৪১-২
বাংলাদেশ ৬ ওভারে ২০/৪; সাইফ ৬(১৩), হৃদয় ৬(৮); মার্ক অ্যাডায়ার ৩-২





