যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনের মধ্যেই হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলা

নিরাপত্তাকর্মী
নিরাপত্তাকর্মী | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র জুড়ে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনের মধ্যেই বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউসের কাছে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল।

এদিকে, হামলার ঘটনায় আটক সন্দেহভাজন বন্দুকধারীর নাম-পরিচয় প্রকাশ করেছে ওয়াশিংটন পুলিশ।

রহমানউল্লাহ লাকানওয়াল নামে ২৯ বছর বয়সী ওই সন্দেহজনক গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে আটক করা হয়।

আরও পড়ুন:

অন্যদিকে, হামলার পর ওয়াশিংটন ডিসিতে অতিরিক্ত পাঁচশ ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া, ওয়াশিংটন ডিসির বন্দুক হামলার প্রভাব পড়েছে নিউইয়র্কেও। শহরটিতে ঐতিহ্যবাহী থ্যাঙ্কসগিভিং ডে প্যারেডের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নগর কর্তৃপক্ষ।

সেজু