নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট আনলো ফিফা

ফিফা লোগো
ফিফা লোগো | ছবি: সংগৃহীত
0

আগামী বছর নতুন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে ফিফা। যার নাম রাখা হয়েছে ফিফা সিরিজ ২০২৬। আগামী বছরের মার্চ ও এপ্রিলের আন্তর্জাতিক বিরতিতে এ টুর্নামেন্ট মাঠে গড়াবে, যেখানে পুরুষ ও নারী জাতীয় দলগুলো অংশ নেবে।

ফুটবলে তুলনামূলক কম পরিচিত ও দুর্বল শক্তির দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত করতেই এ টুর্নামেন্ট আয়োজন করতে চায় বলে জানিয়েছে ফিফা।

নারী দলগুলোকে নিয়ে আয়োজন করা ফিফা সিরিজ ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, পুরুষ দলগুলোর ফিফা সিরিজ আয়োজিত হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে।

আরও পড়ুন:

এ প্রতিযোগিতাগুলোতে ভিন্ন ভিন্ন মহাদেশীয় সংস্থার দেশগুলো প্রীতি ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। এতে আন্তর্জাতিক সূচিতে নতুন ম্যাচ যোগ না করেই প্রতিযোগিতামূলক ম্যাচের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে দলগুলো।

এসএইচ