বড়দিনের ছুটির আগে বার্সেলোনার সামনে অপেক্ষায় একেরপর এক ম্যাচ। আগামী ২৯ দিনে নয়টি ম্যাচ খেলতে হবে কাতালানদের। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে মিলিয়ে বেশ ব্যস্ত সময়ই কাটাতে হবে হ্যানসি ফ্লিকের দল। তবে বার্সার জন্য আনন্দের খবর, দীর্ঘ দুই বছরের বেশি সময় পর নিজেদের প্রিয় আঙিনা ক্যাম্প ন্যুতে ফিরছে ক্লাবটি।
আরও পড়ুন:
পুরনো ঠিকানায় প্রত্যাবর্তনের ম্যাচে উপস্থিত থাকবেন প্রায় ৪৫ হাজার দর্শক। এদিকে রাতে সিরি আয় নাপোলির প্রতিপক্ষ আতালান্তা। লিগ ওয়ানে লে হার্ভের বিপক্ষে খেলবে পিএসজি। বুন্দেসলিগায় আছে বায়ার্ন মিউনিখের ম্যাচ। বাভারিয়ানদের প্রতিপক্ষ এসসি ফ্রেইবুর্গ।





