মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ, নায়েবে আমির অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হুসনে মুবারক বাবুল ও অধ্যাপক শফিকুল ইসলাম খানসহ আরও অনেকে।
আরও পড়ুন:
বক্তারা বলেন, তারা আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন চান, তবে সেটি হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। সেই লক্ষ্যে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে তারা আন্দোলনের মাঠে আছেন এবং থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ওলামা বিভাগীয় সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদারসহ আরও অনেকে।





