চট্টগ্রামে অস্ত্র ও ককটেলসহ আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা
গ্রেপ্তারকৃতরা | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্র ও ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ (বুধবার, ১৩ নভেম্বর) সন্ধ্যায় কধুরখীল ইউনিয়নের জামতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- নুরুল আমিন, মোহাম্মদ আবু নাসের ও শাহাদাত হোসেন। এসময় তাদের কাছ থেকে ১টি শটগান, ৪টি ককটেল, ১টি শটগানের গুলি এবং নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ তাদের বোয়ালখালী থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

আরও পড়ুন:

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নুরুল আমিন বিগত জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজির কয়েকটি অভিযোগ আছে। গত কয়েকদিন ধরে তারা একটি খামারে অবস্থান নিয়েছিলো। ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন তারা।

সেজু