ঘরের মাঠে এশিয়ান আর্চারিতে পদকের আশা ছিলো বাংলাদেশের

ঘরের মাঠে এশিয়ান আর্চারি
ঘরের মাঠে এশিয়ান আর্চারি | ছবি: এখন টিভি
0

সবশেষ আসরে কোনো পদক পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে এশিয়ান আর্চারি বলে এবার পদকের আশা ছিল। তবে পদক জয়ের সম্ভাবনা জাগিয়েও পারেননি বাংলাদেশের আর্চাররা।

জাতীয় স্টেডিয়ামে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে ইরানের সঙ্গে পেরে ওঠেনি বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পুষ্পিতা জামানকে নিয়ে গড়া বাংলাদেশ।

রোমাঞ্চকর লড়াইয়ের পর ইরানের কাছে ২২৭-২২৪ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। এর ফলে চলতি আসরে নিজেদের প্রথম পদক পেল ইরান।

আরও পড়ুন:

কম্পাউন্ড নারী বিভাগের ফাইনালে ১৩ নভেম্বর মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ কোরিয়া।

কম্পাউন্ড নারী দলগত বিভাগে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে কাজাখস্তানকে ২৩০-২২৬ স্কোরে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল দল। সেমিফাইনালে ভারতের কাছে ২৩৪-২২৭ স্কোরে হারে তারা ।

এসএস