প্রযুক্তিগত ত্রুটিতে দিল্লি বিমানবন্দরে দেড়শো ফ্লাইট বিলম্বিত

ইন্দিরা গান্ধী বিমানবন্দরে বিলম্বিত দেড়শতাধিক ফ্লাইট
ইন্দিরা গান্ধী বিমানবন্দরে বিলম্বিত দেড়শতাধিক ফ্লাইট | ছবি: সংগৃহীত
0

প্রযুক্তিগত ত্রুটির কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিলম্বিত হয়েছে দেড় শতাধিক ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আজ (শুক্রবার, ৭ নভেম্বর) সকালে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিঘ্নিত হওয়ায় দিল্লি বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেট এয়ারলাইন্সের স্বাভাবিক চলাচলা বাধাগ্রস্ত হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

আরও পড়ুন:

দ্রুত সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে যাত্রীদের প্রতি পরাপর্শও দেয় তারা।

এসএইচ