বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ নেতৃত্ব দেন মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ। যাচাই-বাছাই করে প্রকৃত ত্যাগী নেতাকে মনোনয়ন দিতে হবেসহ নানা স্লোগান দেন তারা।
বক্তারা জানান, এম. এ মতিন একজন ত্যাগী, পরীক্ষিত ও কারা নির্যাতিত নেতা। তার নেতৃত্বেই মান্দা বিএনপি ঐক্যবদ্ধ। অথচ তৃণমূলের মতামত অগ্রাহ্য করে মনোনয়ন দেয়া হয়েছে। প্রার্থী পরিবর্তন করে এম.এ মতিনকে মনোনয়ন ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা।
আরও পড়ুন:
এসময় উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম ও শরিফুল ইসলাম বেলাল, প্রসাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হোসেন খান, পরানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ এবং ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমারসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ আসন থেকে স্থানীয় বিএনপি নেতা ডা. ইকরামুল বারী টিপুকে দল থেকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছেন।
এর আগে গতকাল (সোমবার, ৩ নভেম্বর) নওগাঁয় ছয়টি আসনের মধ্যে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসন ছাড়া পাঁচটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
নওগাঁ-১ (পোরশা-নিয়ামতপুর-সাপাহার) আসনে মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান জোহা, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ (মান্দা) মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে মনোনীত প্রার্থী এস.এম রেজাউল ইসলাম রেজু।





