আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় দুই মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা রফি মন্ডলকে লক্ষ্য করে গুলি করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তাকে বাঁচাতে এগিয়ে এলে ইউসুফ ও রবজেলকেও গুলি করে তারা।
আরও পড়ুন:
এঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রফি মন্ডল একই এলাকার মৃত মতালেব মণ্ডলের ছেলে।
দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে এ হামলা চালায়। কারা এবং কেন এঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। পুরো বিষয়টি তদন্ত চলছে এবং এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




