বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহী সিটি করপোরেশনের শ্রমিকদের বিক্ষোভ

কর্মচারীদের বিক্ষোভ
কর্মচারীদের বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন। দ্রুত দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আজ (মঙ্গলবার, ২৯ অক্টোবর) বেলা ১১টায় কাজ ফেলে বিক্ষোভে অংশ নেন শ্রমিকরা।

এসময় তারা বলেন, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ তাদের সাথে বিভিন্ন তালবাহানা করছে। বর্তমানে দৈনিক মজুরি ৪৮৪ টাকা, যা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন:

শ্রমিকরা আরও বলছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রমিকরা দৈনিক সাড়ে ৭৫০ টাকা মজুরি পান। অথচ সিটি করপোরেশনের শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বৈষম্যের অবসান ঘটিয়ে দ্রুত মজুরি ৭৫০ টাকা করার দাবি জানান শ্রমিকরা।

তারা বলেন, যা বেতন দেয়া হয় তা দিয়ে তাদের সংসার চলে না, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে পারছেন না।

৩০ ওয়ার্ডের ২ হাজার ৫০০ জন শ্রমিক রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতির হুঁশিয়ারি দেন।

সেজু