উপদেষ্টাদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি একটি স্মারকলিপিকে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে বলা হচ্ছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সমমানের উন্নত দেশগুলোর সঙ্গে শিশুদের টিকাদান সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করবে মার্কিন প্রশাসন।
আরও পড়ুন:
এরপর একটি বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, যদি স্বাস্থ্যমন্ত্রী ও সিডিসি পরিচালক মনে করেন, বহির্বিশ্বে শিশুদের টিকাদানের সুপারিশমালা যুক্তরাষ্ট্রের চেয়ে উন্নত ও কার্যকর, তাহলে সেই অনুযায়ী মার্কিন নবজাতকদের টিকাদান কার্যক্রম হালনাগাদ করা হবে। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রে যেসব টিকা প্রচলিত আছে, তার সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।





