আশুগঞ্জে পিস্তল, গুলি ও ১১৫ কেজি গাঁজাসহ দু’জন গ্রেপ্তার

পিস্তল, গুলি ও গাঁজাসহ গ্রেপ্তার ২
পিস্তল, গুলি ও গাঁজাসহ গ্রেপ্তার ২ | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ২৭ অক্টোবর) সকালে উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— নরসিংদী জেলার ইসহাক হাসান (২৩) ও সুমন মিয়া (৩৮)।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারামপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেট কারে তল্লাশি করে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজা, ১২ ক্যান বিয়ার ও ছয় বোতল হুইস্কি উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এসএস