জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে এক বছরের জন্য ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব পান মেহেদী হাসান মিরাজ। দায়িত্ব পাওয়ার পরের সময়টা ভালো কাটেনি তার। ভারপ্রাপ্ত আর পূর্ণকালীন হিসেবে মিরাজের নেতৃত্বে ১৩ ওয়ানডে খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার অধিনায়ক হিসেবে সিরিজ জয়ের স্বাদ পেলেন মিরাজ। এর আগে চারটি সিরিজ হেরেছেন তিনি। এছাড়া উইন্ডিজকে সিরিজ হারালেও মাঠে নেয়া তার বেশ কিছু সিদ্ধান্তেও অবাক হয়েছেন অনেকে। ফলে স্বাভাবিকভাবেই মিরাজের নেতৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন।
তৃতীয় ওয়ানডেতে দলের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমানকে এক ওভারও বোলিং করাননি মিরাজ। শুধু স্পিনারদের দিয়েই কাজ সেরেছেন তিনি। মিরপুরের টার্নিং উইকেটে মুস্তাফিজের মতো কাউকে ব্যবহার না করা প্রসঙ্গে কী ভাবছেন টাইগার কাপ্তান?
আরও পড়ুন:
মেহেদী হাসান মিরাজ বলেন, ‘এটা তো সিচুয়েশন অনুযায়ী ডিমান্ড করে যে, কখন কোন ব্যাটসম্যান, কাকে দিলে বেশি ইফেক্টিভ হবে। সেভাবে আমি চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে যে খেলাটা ৫০ ওভার যাবে না। সেজন্য এক ওভারও পেস বোলিং করাইনি।’
মাঠে যেসব সিদ্ধান্ত নেন, সবটাই কি মিরাজের নিজের? সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে কাকে বোলিং করানো হবে বা কারা ব্যাট করবেন এসব সহ দলের সিদ্ধান্ত কীভাবে হয়, এ অফস্পিনার সেসবও জানালেন সিরিজ জেতার পর।
মেহেদী হাসান মিরাজ বলেন, ‘যেটাই সিদ্ধান্ত নিয়েছি সবাই একত্রিত সিদ্ধান্ত নিয়েছি। এখানে কারও ওপর একা অভিযোগ দিলে ঠিক না।’
বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে চাইলে অন্তত এক ধাপ উন্নতি করতেই হবে টাইগারদের। এদিকে মিরাজকে বিসিবি ২০২৬ সালের জুন পর্যন্ত আপাতত দায়িত্ব দিয়েছে। বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে দেখা যাবে তো তাকে?
আরও পড়ুন:
মেহেদী হাসান মিরাজ বলেন, ‘এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। তারা কীভাবে কাকে চিন্তা করছে। যেহেতু আমি ওয়ানডে ক্যাপ্টেন্সি করছি, যদি দেয় তাহলে অবশ্যই আমি করবো। কিন্তু সেটার একটা প্ল্যানিং আছে। সেটা কীভাবে তারা চায় এবং আমি কীভাবে জিনিসটাকে চাই। দুই পক্ষ একসঙ্গে কথা বলে এবং মানসিকভাবে ঠিক থাকলে অবশ্যই করবো।’
কখনও ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন, কখনও বোলার সামলানো নিয়ে। এমনকি মিরাজের নিজের পারফরম্যান্স নিয়েও কথা উঠছে মাঝেমাঝেই। সবমিলিয়ে অধিনায়কত্বটা কি মিরাজের জন্য বোঝা হয়ে গেছে? সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য উন্নতির প্রতিশ্রুতিই দিয়েছেন তিনি।





