উইন্ডিজদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরেছেন লিটন

আসন্ন সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
আসন্ন সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা | ছবি: বাসস
0

লিটন কুমার দাসকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়া কাপে ভারত ম্যাচের আগে ইনজুরিতে পড়েছিলেন টি-টোয়েন্টি সংস্করণের নিয়মিত অধিনায়ক লিটন দাস। চোটের কারণে খেলতে পারেননি আফগানিস্তান সিরিজও। ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও।

আরও পড়ুন:

তবে চট্টগ্রামে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফিরছেন তিনি। সবশেষ আফগানদের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। 

এছাড়া ক্যারিবিয়ানদের বিপক্ষে স্কোয়াডে আর তেমন কোনো চমক নেই। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

এসএইচ