এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য বাড়িভাড়া বৃদ্ধি করেছে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ বাড়িভাড়া কার্যকর হবে, যা ন্যূনতম ২০০০ টাকা ধার্য করা হয়েছে। এরপর ২০২৬ সালের জুলাই মাস থেকে আরও ৭.৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি পাবে। ফলে মোট বাড়িভাড়া হবে ১৫ শতাংশ। আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) সকালে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের নেয়া এ সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষক-কর্মচারীরা।
সকালে সচিবালয়ে এক সভা শেষে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘এর মধ্য দিয়ে যুক্তিসঙ্গত অগ্রগতি হলো।’
এসময় তিনি বলেন, ‘শিক্ষকদের বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা যথেষ্ট কম।’
দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে এটা গুরুত্বপূর্ণ অর্জন বলেও জানান তিনি।