ভোটার হতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক থাকায় বিশ্বের কয়েকটি দেশে এনআইডি কার্যক্রমও চলমান রয়েছে। তবে তথ্যের অমিল ও সনদ সংক্রান্ত জটিলতায় বিলম্বিত হচ্ছে কারও কারও এনআইডি কার্যক্রম। তাই পাসপোর্টের তথ্য দিয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়ারও অনুরোধ প্রবাসীদের।
দেশের বাইরে প্রায় দেড় কোটি বাংলাদেশি বসবাস করছেন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভোটাধিকার প্রয়োগ করা তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এ নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।
প্রথমবারের মতো প্রবাসীদের ভোট গ্রহণের লক্ষ্যে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। আগামী মাসে এ অ্যাপ উদ্বোধন করা হবে। জাতীয় পরিচয়পত্র এনআইডির তথ্য ব্যবহার করে এ অ্যাপে নিবন্ধন করবেন প্রবাসীরা। এরপর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা। প্রবাস থেকে প্রথম ভোট-নির্বাচন কমিশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসীরা।
ইতালিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা জানান, প্রবাসীদের ভোটাধিকার এখন সময়ের দাবি। বাংলাদেশের মোট জনশক্তির ১০ শতাংশ নাগরিক বিদেশে অবস্থান করছেন। তারা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবে বলে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা।
ভোটার হবার ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক। বিশ্বের কয়েকটি দেশে তাই এনআইডির কার্যক্রম চলমান রয়েছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের মায়ামি, নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন শতাধিক এনআইডি সেবা সক্ষমতা নিয়ে কাজ করছে কোনো কোনো মিশন। এরআগে কানাডা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় এ পরিষেবা চালু করা হয়।
আরও পড়ুন:
তবে নতুন এনআইডির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যের অমিল থাকায় অনেকে বিপাকে পড়ছেন। কারও কারও বাবা-মায়ের তথ্য, জন্ম ও মৃত্যু সনদ কিংবা শিক্ষা সনদের তথ্যে অমিল থাকায় বিলম্ব হচ্ছে কাজে। অনিশ্চয়তাও বাড়ছে তাদের এনআইডি প্রাপ্তিতে। পাসপোর্টের তথ্য দিয়ে আগামী সংসদ নির্বাচনের জন্য ভোটার নিবন্ধন করার দাবিও তাদের।
প্রবাসীরা জানান, এখানে সংশোধন করার কোনো উপায় নেই। যার ফলে এ বছর অনেকেই ভোট দিতে পারবেন না।
এদিকে নির্বাচন কমিশনের পাঠানো তথ্যসহ প্রবাসীদের ভোটদান পদ্ধতির নির্দেশিকা ইতোমধ্যে প্রচার শুরু করেছে বিদেশে থাকা বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেট। পোস্টাল ভোটিংয়ের তালিকাভুক্তি ও ভোটদান প্রক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।
আবুধাবির বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, ‘বাংলাদেশ দূতাবাস আবুধাবি খুব দ্রুতই একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। আপনারা কীভাবে এ ভোটে অংশগ্রহণ করবেন সে বিষয়ে আমরা আরও পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা আশা করছি আপনারা এ আয়োজনে অংশগ্রহণ করবেন এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন’।
বিদেশে বসে প্রথম বার ভোট প্রদানের সুযোগ পাবেন তারা কিন্তু অধিকাংশ দেশে এখনো এনআইডি কার্যক্রম চালু হয়নি। সেক্ষেত্রে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের পাসপোর্টের তথ্য দিয়ে ভোটার নিবন্ধন করার দাবি জানিয়েছেন প্রবাসীরা।





