শতবর্ষেও কর্মচঞ্চল আন্না পোসি; ৮০ বছর ধরে একই কর্মস্থলে অনন্য দৃষ্টান্ত

বার সেন্টারে কাজ করছেন আন্না পোসি
বার সেন্টারে কাজ করছেন আন্না পোসি | ছবি: এখন টিভি
0

কাজের ক্ষেত্রে বয়স কোনো বাধা হতে পারে না। আবারও তার প্রমাণ দিলেন ইতালির শতবর্ষী নারী আন্না পোসি। ৮ দশকের বেশি সময় ধরে কাজ করছেন বার সেন্টারে। নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন দায়িত্ব। কর্মস্থলকে বানিয়েছেন প্রিয় পরিবার।

আন্না পোসি। ইতালির শতবর্ষী নারী। বার্ধক্যকে উপেক্ষা করে যিনি এখনও কাজ করে যাচ্ছেন দেশটির নোভারা প্রদেশের নিব্বিওনো শহরের একটি বারে।

সূর্যদয়ের আগেই দিনের কাজ শুরু করেন আন্না পোসি। প্রায় ৮০ বছরের বেশি সময় ধরে শহরের অন্যতম ‘বার সেন্ট্রালে’ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি। ক্রেতাদের অ্যাসপ্রেসো কফি এবং এ জাতীয় পানীয় তৈরি করে দেয়াই তার কাজ।

১৮ বছর বয়স থেকে এ বার সেন্টারে কাজ শুরু করেন আন্না। বলা হয়ে থাকে, এ শহরের সবচেয়ে পুরনো ও অভিজ্ঞ বারিস্তা তিনি। তাই তার কাজের স্বীকৃতি স্বরূপ বার সেন্টারের দেয়ালে বড় হরফে নাম লেখা রয়েছে ‘ইতালির সবচেয়ে অভিজ্ঞ বারিস্তা’।

শতবর্ষী আন্না পোসি বলেন, ‘স্কুলের পড়াশোনা শেষ করার পরই আত্মীয়ের রেস্টুরেন্টে কাজ শুরু করি। সারা জীবন এ পেশাকে ধরে রেখেছি।’

আরও পড়ুন:

বিয়ে করেন তারই পেশার একজনকে। তবে দুর্ভাগ্যবশত বিয়ের কয়েক বছর পরই মারা যান তার স্বামী। এরপর থেকে একাই বয়ে যাচ্ছেন জীবনতরী। স্বামী হারানোর পর আবারও শুরু করেন তার প্রিয় পেশা। কর্মস্থলকেই পরিবারের অংশ হিসেবে মনে করেন তিনি।

আন্না পোসি আরও বলেন, ‘এ বারই আমার কাছে পরিবার। আমার অনেক কাস্টমার রয়েছেন, যাদের নাতি-নাতনি রয়েছে। এখনও তাদের সঙ্গে কাটানো রঙিন দিনগুলোর কথা মনে পড়ে।’

বয়সের এ ধাপে যখন মানুষ রোগে শোকে নুয়ে পড়ে, তখন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন ইতালির শতবর্ষী এ নারী। তার এ পরিশ্রম দেখে অনেকেই অনুপ্রাণিত। এরইমধ্যে বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরা আন্নার সঙ্গে ছবি তুলে আটকে রাখতে চান স্মৃতির ফ্রেমে।

এফএস