শতবর্ষেও কর্মচঞ্চল আন্না পোসি; ৮০ বছর ধরে একই কর্মস্থলে অনন্য দৃষ্টান্ত
কাজের ক্ষেত্রে বয়স কোনো বাধা হতে পারে না। আবারও তার প্রমাণ দিলেন ইতালির শতবর্ষী নারী আন্না পোসি। ৮ দশকের বেশি সময় ধরে কাজ করছেন বার সেন্টারে। নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন দায়িত্ব। কর্মস্থলকে বানিয়েছেন প্রিয় পরিবার।