সরকারি কর্মী ছাঁটাই আবারও তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে চলমান শাটডাউনকে দায়ী করে বিভিন্ন মন্ত্রণালয়ের হাজার হাজার ফেডারেল কর্মীকে ছাটাই শুরু করেছে হোয়াইট হাউস।
শুক্রবার হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট মন্ত্রণালয়ের পরিচালক রাসেল ভট সামাজিক মাধ্যম এক্সে জানান, ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির ট্রেজারি, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য ও হোমল্যান্ড সিকিউরিটির সাইবার বিভাগের কর্মীদের চাকুরিচ্যুত করা হচ্ছে । তবে তাদের মোট সংখ্যা কত তা এখনো জানা যায়নি।
এদিকে, ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারি কর্মী ছাটাই নিয়ে কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, কর্মী ছাঁটাইয়ের জন্য ডেমোক্রেটরা দায়ী ছাঁটাইয়ের সংখ্যা আরও বাড়বে। আমরা কয়েকদিনের মধ্যে ছাঁটাই হওয়াদের সংখ্যা প্রকাশ করব। আর সব কিছু হবে ডেমোক্র্যাটদের কারণে। তারা অবৈধভাবে দেশে আসা লোকদের দেড় ট্রিলিয়ন ডলার দিতে চায়।
আরও পড়ুন:
ট্রাম্প নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া এবং ইলিনয়ের জন্য কমপক্ষে ২৮ বিলিয়ন ডলারের অবকাঠামো তহবিল জব্দ করারও নির্দেশ দিয়েছেন। কেননা এসব স্থানে ডেমোক্রেট ভোটার ও তার উল্লেখযোগ্য সংখ্যক সমালোচনাকারী রয়েছে।
মার্কিন বিচার বিভাগ আদালতে দাখিল করা এক নথিতে জানিয়েছে, সাতটি সংস্থার ৪হাজার ২০০ জনেরও বেশি ফেডারেল কর্মী ছাঁটাইয়ের নোটিশ পেয়েছেন তারা । এদের মধ্যে ট্রেজারি ডিপার্টমেন্টের ১৪শরও বেশি এবং স্বাস্থ্য ও মানবসেবা ডিপার্টমেন্টের অন্তত ১১শ কর্মী রয়েছেন।
কংগ্রেসে ব্যয়- বরাদ্দ সংক্রান্ত বিল পাসে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রে চলছে শাটডাউন। তহবিল শেষ হয়ে আসায় বিনা বেতনে কাজ করছেন হাজারো কর্মী।
মার্কিন কংগ্রেসের উভয়কক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকানদের। তবে তহবিল বরাদ্দে যেকোনো বিল পাসের জন্য বিরোধী ডেমোক্রেট শিবিরের ভোটের প্রয়োজন পড়ে। ডেমোক্রেটরা স্বাস্থ্য বিমার ওপর ভর্তুকি বাড়ানো দাবি করায় আটকে গেছে সরকারি তহবিল। তাদের যুক্তি, এটি না করা হলে, সাশ্রয়ী মূল্যের চিকিৎসা আইনের আওতায় থাকা দুই কোটি ৪০ লাখ মার্কিনীর চিকিৎসা খরচ বেড়ে যাবে।
ট্রাম্পের কর্মী ছাটাই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ডেমোক্রেট শিবির। এক এক্স বার্তায় দলটির নেতা চাক শুমার জানায়, যারা দেশকে রক্ষা করে, শাটডাউনের সময় তাদের চাকুরি থেকে অব্যাহতি দেয়া ঠিক নয়।
এদিকে, শাটডাউনের সময় কর্মী ছাটাই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে ইতোমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে অনেক শ্রমিক সংগঠন। আইন অনুযায়ী, যেকোনো ছাঁটাইয়ের আগে কর্মীদের ৬০ দিনের নোটিশ দিতে হয়।
সরকার গঠনের পর বছরের শুরুতে ট্রাম্পের ছাঁটাই অভিযানের কারণে প্রায় তিন লাখ ফেডারেল বেসামরিক কর্মী ইতোমধ্যে তাদের চাকরি ছেড়ে দেয়ার প্রস্তুতি নিয়েছেন।





