সন্ধ্যা নামলেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের সুইনিং শহরের আকাশজুড়ে এক মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মেলে। এক হাজার ৩০০ টিরও বেশি ড্রোন একের পর এক আকর্ষণীয় আকার নিচ্ছে। আর মাটি থেকে এর পরিচালনা করছে একটি দক্ষ টিম। যাদের সুনিপুণ দক্ষতায় এক অসাধারণ দৃশ্য শহরবাসীর সামনে মেলে ধরছে ড্রোনগুলো।
দর্শকদের মধ্যে একজন বলেন, ‘আমি আজকের ড্রোন শো দেখেছি। সত্যিই চোখ জুড়ানো এক দৃশ্য, ভাষায় প্রকাশ করা কঠিন।’
অন্য একজন বলেন, ‘এ শো দেখার জন্যই আসা, মনে রাখার মতো একটি একটি দিন।’
চীনের পূর্বাঞ্চলীয় চেচিয়াং প্রদেশের শাওশিং শহরেও সন্ধ্যার আকাশেও দেখা মেলে দুই হাজারেরও বেশি ড্রোনের। রঙিন আলোর খেলায় উৎফুল্ল শহরবাসী। এছাড়া নানা প্রান্তে চলছে শতাধিক সাংস্কৃতিক আয়োজন। আছে সড়কে সড়কে মেলা আর হরেক রকমের খাবার।
আরও পড়ুন:
ড্রোন শো দেখতে আসাদের মধ্যে একজন বলেন, ‘আগে শুধু টিভিতে দেখেছি, এবার নিজ চোখে দেখলাম। এটি দেখতে সত্যি খুবই সুন্দর।’
চেচিয়াং প্রদেশেরই আরেক শহর হুজু। যেখানে লণ্ঠনের আলো এসে পড়ছে পানির ওপর, যার মাধ্যমে স্থাপত্যের ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে এক অন্যরকম চীনা সৌন্দর্যকে প্রতিফলিত করছে।
আয়োজকদের মধ্যে একজন বলেন, ‘আমরা লুচুন গ্রামে সব উপাদান একত্র করেছি—আলো, পানির ধারা, ঐতিহ্যবাহী সেতু, আর পুরনো স্থাপত্য— যাতে দর্শকরা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারেন।’
আধুনিক প্রযুক্তির ছোঁয়া আর ঐতিহ্যের মিশেলে চীনজুড়ে রাতে জমজমাট উৎসব। একদিকে চোখ ধাঁধানো ড্রোন শো, অন্যদিকে শতবর্ষ পুরোনো সংস্কৃতি-সব মিলে দেশজুড়ে উৎসবের আমেজ। ছুটির দিনগুলোতে তাই পর্যটনের নতুন মাত্রা পেয়েছে।





