ছুটি শেষে জমে উঠেছে চাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা

চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস
চাকসু নির্বাচনে বিজয়ী ভিপি, জিএস এবং এজিএস | ছবি: এখন টিভি
0

ছুটি শেষে আজ থেকে খুলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আর প্রথম দিন থেকেই জমে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের প্রচার প্রচারণা। আজ (রোববার, ৫ অক্টোবর) সকাল থেকেই প্রার্থীরা বিভিন্ন অনুষদে প্রচার প্রচারণা শুরু করেন।

এরমধ্যে বিজ্ঞান অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদে প্রচারণায় অংশ নেয় শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট, ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরাসহ অন্যান্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা।

আরও পড়ুন:

লিফলেট বিতরণ, কুশল বিনিময় আর নানান আশ্বাসে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের। প্রচারণায় সব প্রার্থীই ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন প্রার্থীরা। একইসঙ্গে নির্বাচনি প্রচারণার পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন বহু প্রার্থী। নির্বাচনের এ পরিবেশ বজায় রাখতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রার্থীরা।

এদিকে, আজ দুপুরে প্রার্থী ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের জন্য দুপুর দুইটায় ব্যবসায় প্রশাসন অনুষদে সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন।

এফএস