আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরইমধ্যে মঙ্গলবার ৯ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরমধ্যে ৪ জন চাকসু থেকে ও ৫ জন হল সংসদ থেকে আবেদন করেছিলেন। নির্বাচন কমিশন জানায়, বেলা সাড়ে তিনটা পর্যন্ত আবেদন প্রত্যাহার করা যাবে। এছাড়াও কোনো প্রার্থীর ব্যাপারে আপত্তি, অভিযোগ থাকলে সেটি আজ জানাতে হবে।
এদিকে ডোপ টেস্টের ফলও হাতে পেয়েছে নির্বাচন কমিশন। সমস্ত কিছু বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এদিকে মঙ্গলবার চাকসু নির্বাচন তিনদিন পিছিয়ে ১৫ অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বেশ কয়েকটি দল ও প্যানেল এটিকে সাধুবাদ জানিয়েছে। তবে শিবির রাকসুর পর পর চাকসু নির্বাচন পেছানোকে সন্দেহের চোখেই দেখছে। আর ছাত্রদল এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি।





