শেরপুরে ভিন্ন অভিযোগে ২ সার ব্যবসায়ীকে জরিমানা

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান | ছবি: এখন টিভি
2

শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার চন্দ্রকোনা বাজারে ওই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানী।

আরও পড়ুন:

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিনা লাইসেন্স ও ক্রেতাকে ক্যাশ মেমো না দিয়ে সার বিক্রির অপরাধে মেসার্স সম্রাট এন্টারপ্রাইজ ও মেসার্স সামির এন্টারপ্রাইজকে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রহুল আমীনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


এএইচ