শিগগিরই মায়ামির সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছেন মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আনুষ্ঠানিকতা সম্পন্ন না হলেও, ইএসপিএনের সূত্র মতে খুব শিগগিরই মায়ামির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন তিনি।

২০২৩ সালে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি করেন ফুটবল জাদুকর, যার মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ মৌসুমের শেষেই।

আরও পড়ুন:

এ মৌসুমে মেজর লিগ সকারে ২১ ম্যাচে ২০ গোল করেছেন মেসি। সেই সঙ্গে করেছেন ১১ গোলে অ্যাসিস্ট। গেলো মৌসুমেও ২০ গোল করেছিলেন লিগের দ্বিতীয় সর্বোচ্চ এ গোলদাতা।

একই সঙ্গে লিওনেল মেসির ছিল ১৬ গোলে অ্যাসিস্ট, যা ছিল টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলে মেসি ৩৬ ম্যাচে গোল করেছেন ২৮টি।

এসএইচ