২৫ বছর পর ফের বেনফিকার দায়িত্বে মোরিনহো

হোসে মোরিনহো
হোসে মোরিনহো | ছবি: সংগৃহীত
0

দুই বছরের চুক্তিতে পর্তুগিজ ক্লাব বেনফিকায় যোগ দিয়েছেন হোসে মোরিনহো। নিজের দেশের ক্লাবটির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। দীর্ঘ ২৫ বছর পর ক্লাবটিতে ফিরেছেন মোরিনহো।

২০০০ সালে বেনফিকাতেই নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন মোরিনহো। এরপর পোর্তোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। কোচ হয়েছেন চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো সব ক্লাবে।

আরও পড়ুন:

তিনি ২০১০ সালে ইন্টার মিলানকে জিতিয়েছিলেন ট্রেবল শিরোপা। ২০১২ সালে রিয়াল মাদ্রিদকে জেতান লিগ শিরোপা। যদিও শেষ কয়েক বছর সময় ভাল যায়নি তার। ইউনাইটেড, টটেনহাম বা রোমায় মেয়াদ পূর্ণের আগেই ছাঁটাই হতে হয়েছে তাকে।

কিংবদন্তি বনে যাওয়া মোরিনহো সবশেষ ছিলেন তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে। বেনফিকার কাছে হারের পরই তাকে বরখাস্ত করে ক্লাবটি। এবার সেই বেনফিকাতেই ফিরলেন মোরিনহো।

এফএস