আগামী সপ্তাহে জকসু খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস ইউজিসির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় | ছবি: এখন টিভি
0

আগামী সপ্তাহের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানোর আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) বিকেলে জকসু ও সম্পূরক ভাতা বিষয়ে ইউজিসির সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।

তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে জকসুর খসড়া নীতিমালা ইউজিসিতে পাঠানো হলেও এ বিষয়ে অবগত ছিলেন না খোদ ইউজিসি চেয়ারম্যান। বৈঠকে আলোচনার পর চূড়ান্ত সংশোধনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দেন চেয়ারম্যান।

আরও পড়ুন:

জানান, বিশ্ববিদ্যালয় থেকে তৎপরতা মিললে আগামী সপ্তাহের মধ্যেই মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব বলেও আশ্বাস দেন ইউজিসি চেয়ারম্যান।

এসময় আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যেই আইন চূড়ান্ত করার দাবি জানায় ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

এসএস