জাকসুর নবনির্বাচিত কমিটির শপথ ১৮ সেপ্টেম্বর

জাকসু নির্বাচন
জাকসু নির্বাচন | ছবি: এখন টিভি
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম আজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জাকসু নির্বাচন কমিশনের সদস্য, হল প্রভোস্ট, সকল অনুষদের ডিন, সাংবাদিক ও অন্যান্য সংশ্লিষ্টদের অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।—বাসস

এসএস