এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আফগানি পেসার নাভিন উল হক

নাভিন উল হক
নাভিন উল হক | ছবি: সংগৃহীত
0

ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক। তার বদলে দলে যুক্ত হয়েছেন আব্দুল্লাহ আহমেদজাই। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এসিবি জানায়, কাঁধের ইনজুরি থেকে সেরে না ওঠায় পেসার নাভিনকে স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন:

ইনজুরি আক্রান্ত অবস্থাতেই তাকে যুক্ত করা হয়েছিল এশিয়া কাপের স্কোয়াডে। কিন্ত এসিবির মেডিকেল বোর্ডের তথ্যানুযায়ী, এশিয়া কাপ শেষ হওয়ার আগে সুস্থ হতে পারছেন না নাভিন উল হক। 

সে কারণেই রিজার্ভে থাকা আব্দুল্লাহ আহমেদজাইকে যুক্ত করা হচ্ছে মূল দলের সঙ্গে। পেসার নাভিন উল হক উড়াল দেবেন যুক্তরাজ্যে। সেখানেই চিকিৎসা এবং পুনর্বাসন শেষ করবেন এ আফগানি ক্রিকেটার।

এসএইচ