১৯৯২ সালে ইউরোপিয়ান কাপ নতুন নামে হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ। ইংল্যান্ডের সুরকার টনি ব্রিটেন বাঁধলেন নতুন এক সুর। পরের ৩৩ বছর ধরে এই সুরটাই হয়ে গিয়েছে ফুটবল ভক্তদের কাছে ভিন্ন এক আবেগ।
রাতে ইউরোপের ৬ ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে বাজবে টনি ব্রিটেনের অনন্য সেই সৃষ্টি। শুরু হচ্ছে ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ। স্পেনের সান মামোস আর নেদারল্যান্ডসের আইন্দোভেন থেকে হবে এক লম্বা যাত্রার সূচনা।
চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো বিলবাও ঘরের মাঠে স্বাগত জানাবে গেল ওআসরের সেমিফাইনালিস্ট আর্সেনালকে। নিজ নিজ লিগে দুই দলই নতুন মৌসুমে পেয়েছে ৩ জয় আর ১ হারের স্বাদ।
ফর্ম বিচারে সমানে সমান থাকলেও আর্সেনালই নামবে ফেভারিটের তকমা নিয়ে। গেলো আগস্টে প্রাক মৌসুমের ম্যাচে বিলবাওকে হারানোর সুখস্মৃতিটাও সঙ্গ দেবে মিকেল আর্তেতার শিষ্যদের।
আরও পড়ুন:
চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়াল মাদ্রিদের আধিপত্য। উদ্বোধনী রাতে দেখা যাবে তাদেরও। লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্শেই।
নতুন কোচ জাবি আলোনসোর অধীনে ইউরোপিয়ান পর্যায়ে এটি রিয়ালের প্রথম ম্যাচ। নিজেদের ১৬তম শিরোপার মিশনে শুরুটা ভালোভাবেই করতে চাইবে স্প্যানিশ জায়ান্টরা।
এছাড়া ফুটবল ভক্তদের মনোযোগের কেন্দ্রে থাকবে ইতালির তুরিনো শহরের আলিয়াঞ্জ স্টেডিয়াম। যেখানে ইয়্যুভেন্তাসের প্রতিপক্ষ জার্মানির বুরুশিয়া ডর্টমুন্ড।
দুই দলই নিজেদের সেরা সময় পেরিয়ে এসেছে কয়েক বছর আগেই। তবু নতুন শুরুর দিকে মনোযোগী তারা। ইতালিয়ান রক্ষণ আর জার্মানির কাউন্টার অ্যাটাকিং ফুটবলের সেই ধ্রুপদী দ্বৈরথ দেখা যেতে পারে য়্যুভেন্তাসের ঘরের মাঠে।





