এশিয়া কাপের প্রস্তুতি: ঘরের মাঠে নারী ফুটবলারদের প্রতিপক্ষ আজারবাইজান

বাংলাদেশ নারী ফুটবল দল
বাংলাদেশ নারী ফুটবল দল | ছবি: এখন টিভি
0

আগামী নভেম্বরে ফিফা উইন্ডোতে ঘরের মাঠে আজারবাইজানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালাই করতেই এ আয়োজন। কোচ পিটার বাটলার দেশে এলেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেই সঙ্গে ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে নারীদের লিগ।

অস্ট্রেলিয়ায় এশিয়া কাপ মিশনের আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করছে টিম বাংলাদেশ। এরই প্রস্তুতি হিসেবে আগামী ২৫ ও ২৮ অক্টোবর থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফঈদা-তহুরারা। তবে নতুন খবর নভেম্বরে শক্তিশালী আজারবাইজানের সঙ্গে ঘরের মাঠে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দামাল কন্যারা।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ছুটি কাটিয়ে দেশে ফিরবেন কোচ পিটার বাটলার। তারপর শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ফিফা র‌্যাংকিংয়ে ৭৪ নাম্বারে টিম আজারবাইজান। মূল লড়াইয়ের আগে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের সঙ্গে নিজেদের পরখ করে দেখার পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘আমাদের র‌্যাংকিং এখন ১০৪। একশোর নিচে বা ওপরে যারা আছে এমন কোনো দলের সঙ্গে এখন আমরা খেলব না। আজারবাইজানের সঙ্গে খেলা হবে। তৃতীয় দেশ হিসেবে বেশ কিছু জায়গায় কথাবার্তা বলছি।’

আজকের খবর:

এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায়না ফেডারেশন। তাইতো সাউথ ইস্ট এশিয়ার পাশাপাশি ইউরোপ ও আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গেও চলছে ম্যাচ আয়োজনের পরিকল্পনা।

ফাহাদ করিম বলেন, ‘নেপালের সঙ্গে কথা হয়েছে। নেপাল এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এর বাহিরে আফ্রিকার দু’টি দেশের সঙ্গে কথা বলা হয়েছে।’

গেলো কয়েক বছরে নারী ফুটবলে এসেছে বেশ কিছু সাফল্য। তবে দেশে নেই নারীদের কোনো পেশাদার লিগ। সাবিনা, সুমাইয়া, ঋতুপর্ণারা খেলছেন বাইরের লিগে। এবার ডিসেম্বরের মাঝামাঝি সময়ে মেয়েদের লিগ আয়োজনে বদ্ধপরিকর বাফুফে।

বাফুফে সহ-সভাপতি বলেন, ‘নারীদের লিগের জন্য মিনিমাম আমাদের ছয়টি টিম প্রস্তুত করতে হবে। আর আমাদের সভাপতির-ই ইচ্ছা লিগ যেন মিনিমাম তিন মাসের করা হয়।’

প্রথমবারের মতো নারীদের এশিয়া কাপে জায়গা করে নিয়েছে দামাল কন্যারা। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এশিয়া কাপের দশম আসর। মূলত এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বিশ্ব ফুটবলকে আরেকবার চমক দেখানোর অপেক্ষায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এফএস