সুনামগঞ্জে যৌথ অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

যৌথবাহিনীর অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য
যৌথবাহিনীর অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫৫ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। আজ (বুধবার, ৬ আগস্ট) যৌথ অভিযানের মাধ্যমে ভারতীয় পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবির তথ্যানুযায়ী, মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় মালামাল দেশের বিভিন্ন প্রান্তে পাচার হবে এমন খবর পেয়ে রাতভর সে এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও বিজিবি।

রাতভর অভিযানে হালুয়াঘাট এলাকা থেকে ৩৩৩ পিস ভারতীয় শাড়ি ও ১২৯০ পিস কসমেটিকস জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫৫ লাখ ৪২ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে। গতকাল রাতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।’

এএইচ