পাকিস্তান সিরিজেও জয়ের ধারা অব্যাহত রাখতে আশাবাদী বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট

বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল
বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল | ছবি: এখন টিভি
0

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতায় তরুণ প্রজন্মের ক্রিকেটারদের কৃতিত্ব দিলেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। এমন জয়ে দলের সবাই উজ্জীবিত থেকেই শুরু করবে পাকিস্তান সিরিজ এবং অধিনায়ক লিটনের নেতৃত্বে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সাফল্যের ধারা বজায় রাখবে টাইগাররা— প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের।

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা টিম বাংলাদেশ হঠাৎ করেই যেন বদলে গেলো সাফল্যের ছোঁয়ায়। এক সিরিজ জয়ে যেন বদলে গেলো লাল সবুজের পুরো দৃশ্যপট!

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর অধিনায়ক লিটন ও শেখ মাহাদীর পারফরম্যান্সে টি-টোয়েন্টি সিরিজ জয়। এ নিয়ে দেশের বাইরে পঞ্চম সিরিজ জয়ের আনন্দ পেল টাইগাররা। তরুণ দলকে নিয়ে আশার কথা জানালেন টিম ম্যানেজার নাফিস ইকবাল।

নাফিস ইকবাল বলেন, ‘প্রথম ম্যাচ হারার পর যেভাবে আমরা খেলেছি, আমার মনে হয় এটা ক্লিনিক্যাল ছিল, খুবই ভালো পারফরম্যান্স ছিল। আমাদের সবার এই দলের ওপর আস্থা রাখতে হবে। আমরা এ দলকে সাপোর্ট করলে এ দল অনেক দূর যেতে পারবে।’

প্রথম ম্যাচে হেরেও টানা দুই জয়ে সিরিজ জিতেছে টাইগাররা। দুঃসময়কে পেছনে ফেলে এমন জয়ের পেছনে চাতক পাখির মতো চোখ করে ছিল পুরো দল।

নাফিস ইকবাল বলেন, ‘একটা দলের জন্য এ ধরনের জয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা শতভাগ অনুপ্রাণিত। বিশেষ করে আমরা যে পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এরকম সময়ে এ ধরনের জয় সবার জন্যই খুবই প্রয়োজনীয় ছিল।’

১ দিনেরও কম সময়ের ব্যবধানে আবারও পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু করবে টাইগাররা। দলের ধারাবাহিকতা ধরে রাখাকে মূল চ্যালেঞ্জ মানছেন নাফিস। সাফল্যের নেপথ্যে কৃতজ্ঞতা জানালেন পুরো টিম ম্যানেজমেন্টকে।

নাফিস বলেন, ‘আমি আসলেই খুবই গর্বিত যে আমাদের ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা খারাপ সময়ে যেভাবে সবকিছু সামলিয়েছে, সেটা বুঝিয়ে দেয় যে আমরা সঠিক পথে আছি।’

ওয়ানডে ফরম্যাটে টানা ব্যর্থ হলেও টি-টোয়েন্টিতে স্বরূপে ফিরেছেন অধিনায়ক লিটন। পুরো সিরিজেই ধারাবাহিক পারফরম্যান্স ও আলো ঝলমলে ব্যাটিং ও ফিল্ডিংয়ে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই।

লিটনের অধিনায়কত্বে বিশ্বকাপের আগেই আরও কিছু সাফল্যের পালক যুক্ত হবে বাংলাদেশের ঝুলিতে এমন প্রত্যাশায় দেশের সকল ক্রিকেটপ্রেমীরা।

এসএইচ